লাঠিসোঁটা নিয়ে বসুন্ধরা গেটে শিক্ষার্থীরা, তীব্র উত্তেজনা
বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে বিক্ষোভ করেছে এবং আন্দোলনকারীদের ওপর বিএলএ হামলার প্রতিবাদে যমুনা ফিউচার পার্ক ও বসুন্দ্রা গেটে সড়ক অবরোধ করেছে।
মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মিছিল নিয়ে রাস্তা অবরোধ করেন নর্থসাউথ, এআইইউবি, আইইউবিসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নিউমার্কেটে আমেরিকান দূতাবাসের পাশের রাস্তাও দখল করে নেয় শিক্ষার্থীরা। তাদের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে যমুনার সামনে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় হামলার আশঙ্কায় উত্তেজিত শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয়। তারা আন্দোলনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
পুলিশকে ঘটনাস্থলে দেখা গেলেও তারা নীরব। পুলিশ কোনোভাবেই হস্তক্ষেপ করে না।
কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের জেরে সোমবার (১৫ জুলাই) দুপুর থেকে রাত পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উত্তাল ছিল। মঙ্গলবারও উভয় পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি দেয়।
